Private Data Security in Flutter

 আজকের পোস্ট তা আমি বাংলায় লিখতেছি কারন এটা আমার ওয়েবসাইটে পোস্ট করবো জাতে সবাই সহজে বুঝতে পারে। 


আজকের পোস্ট টা হলো প্রাইভেট ডাটা সিকিউরিটি নিয়ে। 


আমরা অনেকেই জানি আমেরিকা বা বিভিন্ন দেশের ব্যাংকগুলোতে তাদের প্রাইভেট ডাটা গুলো ফোন থেকে ছবি তুলে নেওয়া জায়না। ছবি তুললে ছবি হয় সাদা হয়ে যাবে না হয় ব্লার হবে। তারা সেখানে কিছু হার্ডওয়্যার টুলস ব্যাবহার করে জার মাধ্যমে ছবি তোলা জায়না। তো আমিও ভাবলাম সেটা অ্যাপ এর মাধ্যমে করা সম্ভব কিনা। এটা কিভাবে করা হয় সেটার উত্তর আমার অজানা ছিলো । কোনো রিসোর্স বা সঠিক উত্তর পাইনাই। এমনকি chat-gpt ও দিতে পারেনি। যদি এমন কোনো সিস্টেম কারো জানা থাকে দয়া করে জানাবেন। 


যাইহোক, আমিও আমার থিওরি দিয়ে এটা বানানোর চেস্টা করলাম।। তবে আমি যেটা করতে পেরেছি তা হলো আমার ফোনের থাকা প্রাইভেট ইনফরমেশন যদি কেউ ছবি তুলে বা ভিডিও করে নিতে চায় তাহলে সেটা করতে পারবে না। প্রাইভেট ডাটা গুলো অটোমেটিক হাইড হয়ে যাবে। আবার যখন ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকবে তখন আবার আনহাইড হবে। । তার একটা ডেমো ভিডিও আমি শেয়ার করতেছি। 


*এই সিস্টেম টা কখন কাজে লাগবে?

- আমি আগেই বলেছি প্রাইভেট ইনফরমেশন গুলো জাতে কেউ না নিতে পারে তার জন্য বিল্ড করা। তবে আমি মনে করি এটা বেশি কাজে দিবে তখন ,যখন কেউ udemy,khan academy এই টাইপের অ্যাপ বানাবে । যেখানে আমরা চাইলে পেইড ভিডিও গুলো ডাউনলোড করতে পারিনা। কিন্তু আমরা চাইলে তাদের পিডিএফ ফাইল গুলো স্কিনশর্ট দিয়ে নিতে পারি।জদিও এখন স্কিনশর্ট ও নেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা অন্য একটা ফোন থেকে ছবি বা ভিডিও করে কিন্তু নিতে পারি। কিন্তু আমার এই সিস্টেমে ছবি বা ভিডিও নেওয়া ও সম্ভব হচ্ছে না।তাহলে আমাদের ফাইল বা ইনফরমেশন গুলো অনেক সিকিউরিটি পাচ্ছে। 


* এটা আমি কিভাবে করেছি? 

-যেহেতু আমি ফ্ল্যাটার অ্যাপ ডেভেলপার,সেহেতু অবশ্যই এটা ফ্ল্যাটার দিয়েই করেছি । সাথে জাভা ও মেশিন লার্নিং ও সাহায্য করেছে এটা করতে। 


* এটাতে আমি কি কি সেন্সর ব্যাবহার করেছি?

- এখানে আমি কোনো সেন্সর ই ব্যাবহার করিনি। 



 ** এটা নিয়ে এখনো ডেভেলপমেন্ট চলতেছে। ভিডিও টা দিয়েছি শুধু মাত্র ডেমো ভিডিও।। এটাকে আমি আরো কিভাবে ডেভেলপ করতে পারি দয়াকরে কমেন্টে জানাবেন। ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।। 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url